• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ার ড. জালাল আলমগীর পাঠাগারে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

    ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এ প্রতিপাদ্য বিষয়ে সারাদেশে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় কার্যক্রম চলছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার ৮টি উপজেলায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে বিনামূল্যে এ সেবা কার্যক্রম চলবে।
    গতকাল ১০ নভেম্বর বুধবার সারাদেশের মতো ডায়াবেটিস রোগ নির্ণয় কার্যক্রমের অংশ হিসেবে কচুয়া উপজেলার ড. জালাল আলমগীর পাঠাগারে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদিন সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত ডায়াবেটিক চিকিৎসা সেবা দেয়া হয়। এদিন প্রায় ২শ’ ৪০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয় এবং চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়াও ৫৫ জনের ডায়াবেটিস সনাক্ত করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান।
    উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, হিসাবরক্ষক শিপন বেপারী, ল্যাব এটেনডেন্ট মোঃ ইসমাইল হোসেন ও ওয়ার্ড এডেনডেন্ট শিশির মিয়াজীসহ অন্যরা।
    অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন।

 

সর্বাধিক পঠিত