চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতির স্মরণ সভা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ১০:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর জেলা সাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতির সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া ও সদস্য মোঃ শরিফ মিয়ার অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর রোববার বিকেলে চাঁদপুর সরকারি হাসপাতাল মিলনায়তনে জেলা সাস্থ্য বিভাগ সরকারি কর্মচারী সমিতির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
চাঁদপুর জেলা সাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতি চাঁদপুর জেলা শাখার
সহ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ডাক্তারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, সমিতির সহ- সভাপতি হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদিকা বিউটি বেগম,
চাঁদপুর জেলা সাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতির ফরিদগঞ্জ উপজেলার কমিটির সহ সভাপতি ফারুক হোসেন, হাইমচর উপজেলার সহ সভাপতি মোঃ শামসুজ্জামান, মতলব দক্ষিন উপজেলার সহ সভাপতি রজ্জব আলী।
এসময় চাঁদপুর জেলা সাস্থ্য বিভাগের সরকারী কর্মচারী সমিতির সভাপতি স্বর্গীয় নারায়ন চন্দ্র মজুমদারের স্ত্রী কনিকা মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার ছেলে মোঃ শাওনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।