ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার ফ্রি মেডিকেল ক্যাম্প
গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী হাজীগঞ্জ ঐতিহাসিক দারুল উলূম আহমাদিয়া কামিল মাদ্রাসায় ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার উদ্যোগে ১৫০জন রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শহিদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী মোঃ আবু তাহের। ব্যাংকের জুনিয়ার অফিসার ও প্রকল্প কর্মকর্তা মোঃ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ আবুল কালাম। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ বেলায়েত হোসাইন, সহকারী সার্জন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোসাঃ সুলতানা রাজিয়া সুমিসহ তিনজন চিকিৎসক এ কাজে নিয়োজিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়।