আজ চাঁদপুরজমিন হাসপাতালে ফ্রি চিকিৎসা দেবেন গাইনী চিকিৎসক দিলরুবা কবির ও সার্জারী ডাক্তার মোঃ হারুন-অর-রশিদ
আজ ৩০ জুন শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গরিব রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিবেন গাইনী চিকিৎসক ডাঃ দিলরুবা কবির ও সার্জারী ডাঃ মোঃ হারুন-অর-রশিদ। ডাঃ দিলরুবা কবির এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রা), পিজিটি (গাইনী ও অবস, ২য় পর্ব), গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পত্তির চিকিৎসক ও সনোলজিস্ট এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার। আর ডাঃ মোঃ হারুন-অর-রশিদ এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী), এফসিপিএস (অর্থোপেডিঙ্, থিসিস), ল্যাপোরোস্কপিক সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত, কনসালটেস্ট, সার্জারী বিশেষজ্ঞ, জেনারেল-ল্যাপোরোস্কপিক সার্জন, অর্থোপেডিসিয়ান বিশেষজ্ঞ।
চিকিৎসা নেয়ার জন্যে যারা সিরিয়াল দিয়েছেন বা দিবেন তাদেরকে যথাসময়ের পূর্বে হাসপাতালে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ হাজার হাজার অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এ ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন।