• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে ডিজিটাল পার্লামেন্ট দরকার: স্পিকার

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৬:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে ডিজিটাল পার্লামেন্ট দরকার বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শ্রীলংকার রাজধানী কলম্বোতে সার্ক স্পীকারস এন্ড পার্লামেন্টারিয়ান্স এসোসিয়েশনের ৮ম কনফারেন্সের সাধারন অধিবেশনে ‘প্রমোটিং পার্লামেন্টারি ডিপ্লোমেসি এন্ড ওপেন পার্লামেন্ট ইন দ্যা এজ অফ ডিজিটালাইজেশন’ শীর্ষক এক বক্তৃতায় এ কথা বলেন।

ভারতের লোকসভার স্পীকার সুমিত্রা মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন সার্ক স্পীকারস এসোসিয়েশনের বিদায়ী প্রেসিডেন্ট ও মালদ্বীপের স্পীকার আব্দুল্লা মাসিহ মোহামেদ এবং শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই ডিজিটাল সুযোগ-সুবিধা ভোগ করছে উল্লেখ করে স্পিকার বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ ধাপে ধাপে ইনটারনেট সুবিধার আওতায় এসেছে। স্পিকার বলেন, বাংলাদেশের পার্লামেন্টের ওয়েবসাইটের মাধ্যমে জনগণ এখন সংসদের ও সংসদীয় কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছে।

এছাড়াও সংসদ টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ সরাসরি সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করতে পারে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সংসদীয় কূটনীতি একটি নতুন মাত্রা। সংসদের সকল কার্যক্রম ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসতে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে।

সর্বাধিক পঠিত