ফ্রিল্যান্সিং জনগোষ্ঠীর তালিকায় শীর্ষে ভারত, বাংলাদেশ দ্বিতীয়
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৭, ২৩:৩১
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট
ফ্রিল্যান্সিং হচ্ছে উন্মুক্ত চাকরির বাজার। একজন ফ্রিল্যান্সারের জন্য তার বাসস্থান কোথায়, সেটি জরুরি নয়। আর এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে হয় ইমেইল, ভিডিও চ্যাট এবং মেসেজিং সেবার মতো প্রযুক্তিগুলোকে।
সম্প্রতি অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সাররা বাস করেন এবং দেশগুলোর উন্নতিকল্পে কোন খাত বেশি ভূমিকা রেখেছে, তা দেখানো হয়েছে ওই প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে দেখা যায় ফ্রিল্যান্সিং জনগোষ্ঠীর দিক থেকে তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে দ্বিতীয়। এরপর শীর্ষে থাকা অন্য দেশগুলো যথাক্রমে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন এবং যুক্তরাজ্য।