তিনি বলেন, জাপানের সাথে জিটুজি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে ঢাকার চারপাশে আউটার রিং রোড পরিকল্পনার অংশ হিসেবে মোট তিনটি রুটে ৪৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ করা হবে। পিপিপির আওতায় ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেটর ও ট্রান্সফার পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ২০০ কোটি টাকা। ২০২০ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশে পল্লী বিদ্যুত বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন এবং বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণে ১১২ কোটি ৭৮ লাখ টাকা এবং ৪৬ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ প্রকল্পের দুটি প্যাকেজের ১৯৬ কোটি ৮২ লাখ টাকার সংশোধিত চুক্তিমূল্য অনুমোদন করা হয় বলে জানান অর্থমন্ত্রী।
এ প্রকল্পের আওতায় দয়াগঞ্জ অংশে ৫০০টি এবং ধলপুর অংশে ৪৮০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।