• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভ্যাট–নিবন্ধন ছাড়া ব্যবসা নয়: এনবিআর চেয়ারম্যান

প্রকাশ:  ১১ এপ্রিল ২০১৯, ১৮:২৬
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া
প্রিন্ট

ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন ছাড়া কোনো ব্যবসাই করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কোনো ব্যবসাই করা যাবে না। এটি নিশ্চিতে আমরা একটি সিস্টেম করে দেব। রেজিস্ট্রেশনের পর কার কত ভ্যাট হবে, সেটি নির্ধারণ করে দেওয়া হবে। সেভাবেই ভ্যাট দিতে হবে।’ তিনি জানান, আগামী জুলাইয়ে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। যাঁরা রেয়াত পাবেন, তাঁদের ভ্যাট হবে ১৫ শতাংশ। যাঁরা রেয়াত পাবেন না, তাঁদের ভ্যাটের হার হবে পরবর্তী ধাপে, অর্থাৎ, ১৫ শতাংশের কম।

চলমান প্রাক-বাজেট আলোচনায় আজ বুধবার এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। ঢাকার সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত আজকের আলোচনায় সেবা ও উৎপাদন খাতের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আগামী অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক ঢেলে সাজানো হবে বলেও ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আমরা আমদানি শুল্ক সুন্দরভাবে ঢেলে সাজাব। যাতে একদিকে রাজস্ব আদায় হয়, অন্যদিকে শিল্পায়ন এবং ব্যবসাও ভালোভাবে হয়। তিনি বলেন, কিছু কিছু খাত দীর্ঘদিন ধরে প্রণোদনা দেওয়ার পরও নিজের পায়ে দাঁড়াতে পারছে না। বেশি সুরক্ষা দিলে প্রতিযোগিতা থাকে না। কাজেই সুরক্ষা দেওয়ার প্রবণতাও ধীরে ধীরে কমাতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেকেই ইনফরমাল (অপ্রাতিষ্ঠানিক) ব্যবসা করেন। তবে টাকা পয়সার লেনদেন ক্যাশ মেমোর ভিত্তিতে হতে হবে। সেই ক্যাশ মেমো আমাদের লোকজনও দেখবে। এ জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস দেওয়ার চিন্তা করছি। আপনারা সবাই ব্যবহার করবেন।’

সর্বাধিক পঠিত