সোনালী ব্যাংক লিঃ চাঁদপুর জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবদান ও ত্যাগেই সোনালী ব্যাংক প্রথম স্থানে অবস্থান করছে : ডিজিএম মুহাম্মদ কবীর হোসেন
সোনালী ব্যাংক লিমিটেড চাঁদপুর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ কবীর হোসেন বলেছেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবদান ও ত্যাগেই আজকে সোনালী ব্যাংক দেশের বৃহত্তম বাণিজ্যিক সরকারি ব্যাংক হিসেবে প্রথম স্থানে অবস্থান করছে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোক্তাদের কল্যাণে কাজ করার এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকের এই উদ্যোক্তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় আমার সার্বিক সহযোগিতা থাকবে। গত ৯ ফেব্রুয়ারি শনিবার সোনালী ব্যাংক লিঃ চাঁদপুর জেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় তিনি এ কথা বলেন। সমিতির আহ্বায়ক সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার (এসপিও) আলহাজ¦ মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক এসপিও আলহাজ¦ আব্দুল মতিন খান ও ব্যাংকের সাবেক ম্যানেজার (এসপিও) আলী আহমেদ মিজি। সমিতির যুগ্ম আহ্বায়ক সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ মিরাজ উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ম্যানেজার যথাক্রমে মোঃ আবু তাহের পাটওয়ারী, মোঃ আমিন উল্লা শেখ, মোঃ মাহবুবুর রহমান, সাবেক সিনিয়র অফিসার আলহাজ¦ রেয়াছত উল্ল্যাহ খান, আলহাজ¦ মোঃ সামছুল আলম মিয়া, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মমতাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, যোবায়েরুল হক, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ কবির হোসেন, মোঃ বেদার উদ্দিন খান প্রমুখ। সভায় বক্তাগণ সোনালী ব্যাংক লিমিটেড থেকে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। সভায় সভাপতি আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন তাঁর সমাপনী বক্তব্যে আগামী দিনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে এবং অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।