• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে

চাঁদপুরে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত শুক্রবার সকালে  চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকতা-কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জোনের আয়োজনে সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুল আরেফিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে সারাদেশে ১৪/১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী অবসর নিয়েছেন, যাদের শ্রম ও ঘামে গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু এ প্রতিষ্ঠান থেকে অবসর নেয়া কর্মকর্তা-কর্মচারীরা এখনো চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা থেকে বঞ্চিত রয়েছে। অথচ সরকারি প্রজ্ঞাপন এসব ভাতা ২০০৪ থেকে দেয়ার নির্দেশনা আছে। সরকার ২০১৬-১৮ সালে ব্যাংকিং খাতের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বিবেচনা করে তিনটি প্রজ্ঞাপন কার্যকর করার পরও শুধু গ্রামীণ ব্যাংক প্রজ্ঞাপন বাস্তবায়ন না করায় অবসর নেয়া কর্মকর্তা-কর্মচারীদের ঈদ আনন্দ থাকে না।
তিনি আরো বলেন, তারা অল্প বয়সে চাকুরি হতে অবসর হয়ে বেকার জীবনের অভিশপ্ত জীবন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে দিশাহারা হলেও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত ব্যাংকিং খাতের প্রজ্ঞাপনে আর্থিক সহযোগিতা প্রাপ্তির আশ্বাসে কিছুটা আলোর মুখ দেখেছেন। তাই তারা অনতিবিলম্বে অন্যান্য ব্যাংকের ন্যায় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা প্রদানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধŸতন কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জোনের প্রধান উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা খানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সদস্য কামরুল হাসান প্রমুখ।
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকতা-কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জোনের সাধারণ সম্পাদক এইচএম বদিউজ্জামান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ কবীর উদ্দিন, কুমিল্লা জোনের সভাপতি সৈয়দ মহসীন, সাধারণ সম্পাদক মোঃ কাফি খান, লক্ষ্মীপুর-নোয়াখালী জোনের প্রতিনিধি আঃ রব, নোয়াখালী জোনের মাইন উদ্দিন, নরসিংদী জোনের সফিউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন চাঁদপুরসহ বিভিন্ন জোনের কর্মকর্তা-কর্মচারী।
গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকতা-কর্মচারী কল্যাণ সমিতি চাঁদপুর জোনের প্রধান উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা খান সভাপতির বক্তব্যে সরকার প্রধানের কাছে অনুরোধ জানিয়ে বলেন, গ্রামীণ ব্যাংক থেকে অবসরে আসা সকল কর্মীকে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আর্থিক সুবিধা প্রদান করতে হবে। গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কারের অংশীদার হওয়ায় পুরস্কারের আর্থিক সুবিধা দাবি করছি। ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় দাবিগুলো ব্যাংক কর্তৃপক্ষ ও বোর্ড সভায় উপস্থাপনের জন্যে অনুরোধ করছি। দাবিগুলো বাস্তবায়নে সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।  

 

সর্বাধিক পঠিত