একনেকে ৬ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন
বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণসহ ২ হাজার ৯শ' ২০ কোটি টাকার ৬ টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এতে সরকারের নিজস্ব তহবিলের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭০ কোটি টাকা। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩শ' ৩ কোটি টাকা।
সভায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সারাদেশে পুরনো খাদ্য গুদাম ও নতুন অবকাঠামো নির্মাণসহ আরো ২টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভাশেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।