• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নতুন ভারপ্রাপ্ত অর্থসচিব মুসলিম চৌধুরী

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৩৫
নিজস্ব প্রতবেদক
প্রিন্ট

অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। মুসলিম চৌধুরীকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা।

তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৪ অক্টোবর অবসরে যাবেন হেদায়েতুল্লাহ আল মামুন।

অবসরে যাওয়ার সুবিধার্থে মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নীতিমালার প্রবক্তা মুসলিম চৌধুরী। এছাড়া অর্থ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনেরও প্রবক্তা তিনি।

মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগরে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়ায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিন্দন জানান এবং আনন্দ প্রকাশ করেন।