• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অটিস্টিক ক্রীড়া আনন্দ উৎসবে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১২ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস আয়োজিত মুজিববর্ষ উদ্যাপন ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অটিস্টিক ক্রীড়া আনন্দ উৎসব উপলক্ষে পুরস্কার, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি তার বক্তব্যে বলেন, অটিস্টিক শিশুরা আমাদের সন্তান। তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের মেধার বিকাশ ঘটিয়ে মূল স্রোতের সাথে নিয়ে আসতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদস্য আবু নাসের বাচ্ছু পাটোয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, সুইড বাংলাদেশ জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইসমাইল তফাদার, নির্বাহী সচিব ব্যাংকার মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানাউল্যাহ খান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সর্বাধিক পঠিত