• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৯, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপ্রধানে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সমৃদ্ধের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার ভিশন-২০৪১ বাস্তবায়নে উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয়।  সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী। বক্তব্য রাখেন সাংবাদিক কামরুজ্জামান টুটুল, রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা, সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ছয়ছিলা সরকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম অরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার নারীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত