• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৬ মাসে ধর্ষিতা ৭৩১, ধর্ষণের পর হত্যা ২৬

প্রকাশ:  ১০ জুলাই ২০১৯, ০৮:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বেড়েই চলেছে ধর্ষণ। সারা দেশে এর আকার মহামারি আকার ধারণ করেছে। গত ৬ মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩১ জন নারী ও শিশু। যাদের মধ্যে হত্যা করা হয়েছে ২৬ জনকে।

 

দেশের ১৪টি জাতীয় পত্রিকা বিশ্লেষণ করে সোমবার (৮ জুলাই) বিকেলে সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি।

 

 

পরিষদের সভাপতি আয়েশা খানম জানান, গতবছর সারা দেশে ৯ শ ৪২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণ শেষে হত্যা করা হয় ৬৩ জন নারী ও শিশুকে। অর্থাৎ, গত বছর যে পরিমাণ ধর্ষণ হয়েছে তার অর্ধেক সময়ে এবছর ধর্ষণের পরিমাণ বেড়েছে প্রায় দেড়গুণ।

 

সংগঠনটি বলছে, গত ৬ মাসে শ্লীলতাহানীর শিকার হয়েছেন ৫৪ জন নারী, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২৩ জনকে, যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৭০ জন। এছাড়া এসিড সন্ত্রাস, যৌতুক, পাচার, শারীরিক নির্যাতনের ঘটনা তো ঘটছেই।

 

দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও সামাজিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়েছে মহিলা পরিষদ উদ্বেগ জানিয়ে সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরেছে তারা।

সর্বাধিক পঠিত