চাঁদপুর থানা পুলিশ কর্তৃক প্রতিবন্ধী নারী উদ্ধার
চাঁদপুর মডেল থানা পুলিশ প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে শহরের তালতলা এলাকা থেকে তাকে উদ্ধার করে মডেল থানার উপ-পরিদর্শক মোঃ ফজলুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। এ নারীর বয়স আনুমানিক ১৭ বছর। সে তার নাম একবার সাথী, অন্যবার শারমিন বলে জানান। তার পিতা-মাতার নাম বলতে পারে না। সে বলে, পিতা-মাতা ছোট বেলায় মারা গেছে। তাকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার একজন পালক হিসেবে পালন করেছে বলে জানায়। এক পর্যায়ে ফ্যালফ্যালিয়ে সে শুধু হাসতে থাকে। চাঁদপুর মডেল থানা কর্র্তৃপক্ষ তাকে থানায় রেখে রামগঞ্জে তার অভিভাবক খুঁজছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের পুলিশ টহলরত অবস্থায় প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। অভিভাবক না পাওয়া গেলে বাবুরহাট শিশু সদনে পাঠিয়ে দেয়া হবে। তবে আমরা বিভিন্ন ভাবে তার অভিভাবক খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি।