• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিভো জেড৩ স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশান

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১২:৩৪
অনলাইন ডেস্ক
প্রিন্ট

স্মার্টফোন নির্মানা প্রতিষ্ঠান ভিভো একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। এবার লঞ্চ হল ভিভো জেড৩ (Vivo Z3)। তিনটি আলাদা ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগন ৬৭০, স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ও ৬ জিবি পর্যন্ত র‌্যাম এ পাওয়া যাবে নতুন ভিভো জেড৩। এর সাথেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর কোম্পানির নিজস্ব জোভি (Jovi) স্মার্ট অ্যাসিস্ট্যান্ট।

ভিভো জেড৩ এর দাম

 

স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেট আর ৪ জিবি র‌্যামসহ ভিভো জেড৩ এর দাম ১,৫৯৮ ইউয়ান (প্রায় ১৬,৯০০ টাকা)। স্ন্যাগড্রাগন ৭১০ চিপসেট ও ৬ জিবি র‌্যাম, এবং ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের ভিভো জেড৩ এর দাম ১,৮৯৮ ইউয়ান (প্রায় ২০,১০০ টাকা)। অন্যদিকে, স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ও ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সন ভিভো জেড৩ ফোনের দাম ২,২৯৮ ইউয়ান (প্রায় ২৪,৪০০ টাকা)।

ভিভো জেড৩ স্পেসিফিকেশান

ভিভো জেড৩ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। ভিভো জেড৩ তে থাকবে একটি ৬.৩ ইঞ্চি ১৯:৯ FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে স্ন্যাপড্রাগন ৬৭০ অথবা স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি পর্যন্ত র‌্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।

ভিভো জেড৩ তে থাকবে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল দুটি রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য ভিভো জেড৩ তে রয়েছে ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লু-টুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো-ইউএসবি, সাথে ওটিজি সাপোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়া, ভিভো জেড৩ তে রয়েছে একটি ৩,৩১৫ এমএএইচ ব্যাটারি।

সর্বাধিক পঠিত