ভিনেগার দূর করে ব্রণের দাগ
ব্রণ তো বিদায় নিয়েছে, কিন্তু রেখে গেছে দাগ। ব্রণের দাগ দূর করতে আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এর বিভিন্ন উপাদান ধীরে ধীরে ব্রণের দাগ ফিকে করবে। উজ্জ্বল ও ফ্রেশ ত্বকের জন্যও নিয়মিত ব্যবহার করতে পারেন ভিনেগার। জেনে রাখুন কীভাবে ব্যবহার করবেন।
* এক ভাগ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ১ ভাগ মধু মেশান। তুলার টুকরা ভিজিয়ে ব্রণের দাগের ওপর লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এ মিশ্রণ।
* কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্রণের দাগের ওপর কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
ত্বকে ভিনেগার ব্যবহার করবেন কেন?
* ভিনেগারে রয়েছে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপ্টিক উপাদান, যা ব্রণ প্রতিরোধ করে।
* আপেল সিডার ভিনেগারে থাকা অ্যামিনো অ্যাসিড ও আলফা হাইড্রোক্সিল উপাদান ত্বকের মরা কোষ দূর করে।
* অ্যাসিডিক উপাদান দূর করে ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ।
* এতে থাকা ম্যালিক অ্যাসিড ও ল্যাক্টিক অ্যাসিড ত্বক নরম ও কোমল করে।
* প্রাকৃতিকভাবে ত্বকের ময়লা পরিষ্কার করে।