• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মা’র হাতের সব রান্নাই আমার পছন্দ: জয়

প্রকাশ:  ২৭ জুলাই ২০১৮, ১৬:৪৪ | আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৬:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায়  পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির প্রথম সন্তান জয়ের জন্ম হয়। 
আজ ৪৮তম জন্মদিন উপলক্ষে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন একটি স্ট্যাটাস দেন।
 
স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লেখেছেন, আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। মা জিজ্ঞেস করছিলো আমার জন্য কি রান্না করবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি খুঁতখুঁতে না, মা'র হাতের সকল রান্নাই আমার পছন্দ।
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আজ তেমন কোনও আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঘরোয়া পরিবেশে তার জন্মদিনের কেক কাটা হবে বলে জানা গেছে।
দেশ স্বাধীনের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে তিনি মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারত চলে যান। তার শৈশব ও কৈশোর কাটে ভারতে। সেখানকার লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন

 

সর্বাধিক পঠিত