• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবশেষে পাওয়া গেলো শিশু রিফাতের নিথর দেহ

প্রকাশ:  ১৬ জুলাই ২০১৮, ০৮:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকায় খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর পাওয়া গেলো শিশু রিফাতের নিথর দেহ। গতকাল ১৫ জুলাই ভোর সাড়ে ৫টায় ওই খালের পাশের জমিতে কচুরিপানার পাশে তার দেহ ভেসে উঠে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টায় ক্রিকেট খেলার বল খাল থেকে আনতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয় শিশু রিফাত (৯)। তাকে উদ্ধারে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১২টা পর্যন্ত তল্লাশি করেও কোনো খোঁজ না পেয়ে ফিরে যায়। পরদিন (গতকাল রোববার) ভোর বেলা শিশু রিফাতের বড় ভাই রায়হান সর্বপ্রথম তার ভাইয়ের ভেসে থাকা দেহ দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ওই খালের পাশে জমিতে কচুরিপানায় আটকে থাকা শিশু রিফাতের নিথর দেহ উদ্ধার করে। সকাল ৯টায় বাড়ির পাশে শিশু রিফাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে চরমুকুন্দিস্থ কবরস্থানে দাফন করা হয়।

সর্বাধিক পঠিত