• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এবার ফিচার ফোনে আসবে গুগলের সেবা

প্রকাশ:  ০১ জুলাই ২০১৮, ১৩:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্মার্টফোনের জোয়ারে ফিচার ফোনের ব্যবহারকারী কমলেও অনেকে ব্যাকআপ ফোন হিসেবে এটি ব্যবহার করে থাকেন।  তাই এবার গুগলের নজর ফিচার ফোনের ওএসের দিকে।

 

ফিচার ফোনের অপারেটিং সিস্টেমের আরো উন্নত করতে কাইওএস টেকনোলজিস সঙ্গে যুক্ত হয়েছে গুগল।  সম্প্রতি প্রতিষ্ঠানটিতে গুগল ২ দশমিক ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

 

 

কাইওএস টেকনোলজিসর প্রধান সেবাস্টেইন কোডভিল বলেন, এই বিনিয়োগের ফলে কাইওএসে আরো স্মার্ট ফিচার আসবে।  ফলে ফিচার ফোনগুলো জনপ্রিয় হয়ে উঠবে।

 

৫১২ মেগাবাইট র‍্যাম এবং ৪ গিগাবাইট স্টোরেজ দিয়ে চলতে সক্ষম কাইওস।  এই ওএসটি অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক ব্যাটারি সাশ্রয়ী।  নোকিয়া, মাইক্রোম্যাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের ফিচার ফোনের ব্যবহৃত হয় কাইওএস।  গুগল বিনিয়োগের ফলে ওএসটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট, ম্যাপস, সার্চ ও ইউটিউব সেবা আসতে পারে।

 

সর্বাধিক পঠিত