• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফেইসবুকের বিশ্বকাপ চমক

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ০৮:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বছর-মাস আর সপ্তাহের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়াতে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর । ৩২টি দেশ নিয়ে বৃহস্পতিবার জমকালো আয়াজনের মাধ্যমে পর্দা উঠেছে এ আসরের। প্রথমম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে আয়োজক দেশ রাশিয়া। খেলা নিয়ে উত্তেজনার পারদ টের পাওয়া যাচ্ছে ফেইসবুকেও। ইতোমধ্যেই ব্যবহারকারীদের কথা ভেবে ফেইসবুকও ছবিতে প্রোফাইল ফ্রেম যুক্ত করার সুবিধা এনেছে। 

 

এছাড়াও, ফেইসবুকের স্ট্যাটাসে আর্জেন্টিনা দলকে সমর্থন করতে Vamos Argentina, ব্রাজিলকে সমর্থনে Vai Brasil, পর্তুগালের সমর্থনে Forca Portugal, জার্মানির সমর্থনে auf geht’s deutschland, ফ্রান্সের সমর্থনে Allez les bleus, স্পেনের সর্মথনে Vamos espana ও বেলজিয়ামের সমর্থনে Come on Belgium লিখে ক্লিক করলে দেখা যাবে চমক।

 

এছাড়া, স্ট্যাটাসে Gooaal লিখে তাতে ক্লিক করলেও দেখা যাবে উল্লাসরত দর্শকের হাত।এদিকে, কে কোন দল সমর্থন করছেন তা জানিয়ে দিতে অনেকেই প্রিয় দলের জার্সি পড়ে ছবি আপলোড করছেন। অনেকেই আবার ব্রাজিল বা আর্জেন্টিনা দলকে নিয়ে তৈরি মিম শেয়ার করছেন ফেইসবুকে। বাড়ির ছাদে বা গ্রিলে আটকানো পতাকার ছবি তুলে নিজের ওয়ালে পোস্ট করেও পছন্দের দলকে সমর্থন জানাচ্ছেন ফেইসবুক ব্যবহারকারীরা।

 

উল্লেখ্য, আজ রাতে প্রথম ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে প্রথম ও ফাইনাল ম্যাচের ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

সর্বাধিক পঠিত