কাতারে করোনা ভাইরাসে বাংলাদেশী দিলিপ কুমারের মৃত্যু।
কাতারে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণে প্রথম মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়েছে বাংলাদেশী নাগরিক দিলিপ কুমার দেবকে।
কাতারে করোনা ভাইরাসে বাংলাদেশী দিলিপ কুমারের মৃত্যু।
ইউসুফ পাটোয়ারী লিংকনঃ কাতার ব্যুরো ইনচার্য
কাতারে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণে প্রথম মৃত্যুর স্বাদ গ্রহন করতে হয়েছে বাংলাদেশী নাগরিক দিলিপ কুমার দেবকে।
দিলিপ কুমারের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে মাজডিহি মহাজন বাড়ি।
মৃত দিলিপ কুমার একজন প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন বলে জানিয়েছেন তার তার দীর্ঘদিনের বন্ধু ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান মুজুল, তিনি দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
কাতারের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ১৬ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২৮ মার্চ চিকিৎসাদিন অবস্থা তাঁর মৃত্যু হয়। শুধু বাংলাদেশি হিসেবে না কাতারে ও প্রথম ব্যক্তি যিনি এই করোনাভাইরাসে মারা গেছে।
কাতারে নতুন করে ৪৪জনসহ করোনা আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জন।
এই পর্যন্ত সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৩, ১২৪জন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩, ৯৮৬জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫১, ৭৯৮জন।