• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাহার জন্মের পরে কীভাবে বদলে গেল রণবীরের জীবন?

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন রণবীর কাপুর। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সময়ে বলিউডে ‘ক্যাসানোভা’ নামে পরিচিত ছিলেন। একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্ক ছিল বি-টাউনের চর্চার কেন্দ্রে। এদিকে কোলে কন্যাসন্তান রাহা আসার পরে কিছুই আর আগের মতো নেই বদলেছে জীবন। নিজেকেও নতুন ভাবে আবিষ্কার করেছেন রণবীর। কিছু দিন আগে ফ্যাশন শো-তে বরের বেশে মার্জার সরণীতে হেঁটেছিলেন তিনি। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন রণবীর।

কতটা পরিবর্তন এসেছে ১৭ বছরের অভিনয়ের সফরে? প্রশ্ন করা হয় রণবীরকে। অভিনেতা বলেন, ‘আমার অভিনয়ের সফর বা ছবির থেকেও আমার সন্তান আমার জীবন বদলে দিয়েছে। সন্তানের জন্যই কিছু সুপরিবর্তন এসেছে জীবনে।’ বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান রণবীর। সন্তানের মা-বাবারাই কেবল এই অনুভূতি বুঝবেন।

২০২২-এর ১৪ এপ্রিল আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর। বিয়ের সমস্ত পরিকল্পনা ছিল আলিয়ার। রণবীর বলেন, ‘সব আমার স্ত্রী সামলেছিল। ও যেভাবে পরিকল্পনা করেছিল, সেটাই আমি অনুসরণ করেছিলাম।’ তবে বিয়ে নিয়ে সেই ভাবে মাথা ঘামাতে না পেরে খুশি তিনি। বাড়িতেই বসেছিল বিয়ের আসর। এমন ছিমছাম বিয়েই তার পছন্দ বলে জানান রণবীর। তাই অভিনেতার কথায়, ‘একেবারে পারফেক্ট বিয়ে।’ বিয়ের আসরে উপস্থিত ছিলেন বর-কনের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধব। বিয়ের আগে পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর ও আলিয়া। বিয়ের বছর অর্থাৎ ২০২২- এর নভেম্বরে দম্পতির কোলে আসে প্রথম সন্তান রাহা।

সর্বাধিক পঠিত