• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বছরের প্রথম ব্লকবাস্টার সিনেমা 'উড়ি

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৬:১১
নিজস্ব প্রতিবেদক
'উড়ি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
প্রিন্ট

দর্শক ও সমালোচকদের ব্যাপক আগ্রহ এবং প্রশংসায় চলতি বছরে মুক্তি পাওয়া 'উড়ি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক'এরই মধ্যে আয় করেছে ১০০ কোটি রুপি। মুক্তির ১০ দিনের মাথায় এর আয় পৌঁছে যায় শত কোটির ঘরে। এই অঙ্কের আয়ই সিনেমাটিকে বলিউডে বছরের প্রথম ব্লকবাস্টার সিনেমার স্থান দিয়েছে।২০১৬ সালে উড়িতে সন্ত্রাসবাদী হামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী একটি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছেন বলিউড সিনেমা ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বছরের শুরুতে মুক্তি পেয়ে মাত্র ৫ দিনেই বক্স অফিস থেকে আয় করে ৫০ কোটি রুপি। সেই ধারাবাহিকতায় মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটির বক্স অফিস আয় স্পর্শ করলো ১০০ কোটি রুপির ঘর।

‘উড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ভিকি কৌশল। তিনি বলেন, 'সিনামাটি মুক্তির পর দর্শকদের যে পরিমাণ সাড়া পেয়েছি তা অপ্রতিরোধ্য। এটি একটি অদ্ভুত অনুভূতি যে দর্শকরা আমাদের সিনেমাটি খোলা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন'।

সর্বাধিক পঠিত