প্রধানমন্ত্রীকে নিয়ে গান করলেন এস ডি রুবেল
প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ০৯:২২
এমকে হোসেন
প্রিন্ট
সঙ্গীত জীবনে একজন কন্ঠশিল্পী কত রকমের গানই না করেন। আর সেই গানগুলি ভালোবাসার হতে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর গান হয়ে থাকে। কিন্তু এবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গান করলেন, জনপ্রিয় সুপার স্টার কন্ঠশিল্পী এস ডি রুবেল। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এবং মানুষের প্রতি তার মমত্ববোধ থাকায় তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার এই গান।
শেখ হাসিনাকে নিয়ে গাওয়া তার এই গানটি ইতিমধ্যে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া জেগেছে।
তুমি জনতার কন্ঠস্বর
মানবতার জননী,
তুমি আশ্রয়হীনের আশ্রয়
নীপিড়ীত জনতার জয়
তুমি আছো বলে আমার বাংলাদেশ
এগিয়ে গেছে বলে দেশ বিদেশ,
নতুন ভোরে বুনে নতুন আশা,
জননেত্রী তোমায় লাখো সালাম
শ্রদ্ধা জানানোর নেই ভাষা......।
এমন গানের কথা, সুর এবং সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
এটি এস ডি রুবেল ফাউন্ডেশনের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং গ্রামীন ফোন নেটওয়ার্কও গানটি প্রকাশ করেন। এছাড়াও গানটি প্রথমে রাজধানীতে শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে কেন তার গান লেখা এবং গাওয়ার উৎসাহ জাগলো এমন প্রশ্নের উত্তরে গানটির প্রসঙ্গে তিনি বলেন
, গত ৯ বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যেসব উন্নয়ন মূলক কাজ করেছেন, তাতে আমি একজন শিল্পী হিসেবে মনে হলো তাঁকে সম্মান জানানো উচিত।
গুণী মানুষকে তার জীবদ্দশায় সম্মান জানাতে পারা সৌভাগ্য এবং আনন্দের বিষয়। তাই উনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমার এই গান। গানে গানে তাঁকে সম্মান জানাতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।
তিনি বলেন, খুব সহসাই গানটির মিউজিক ভিডিও করে প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে গাওয়া গানটি শ্রোতাদের ভালো লাগার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।’