• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতের হয়ে মিস ওয়ার্ল্ডে লড়বেন অণুকৃতি ভাস

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গোটা বিশ্ববাসীকে চমকে গতবার বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন ভারতের মানুসী চিল্লার। গতবারের ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান ২০১৮ সালের মিস ইণ্ডিয়া অণুকৃতি ভাস।

 

এনডিটিভির খবরে বলা হয়, তামিলনাড়ু কলেজের ছাত্রী মুম্বাইয়ের এনএসসিআই ডোমে ২০১৮ সালের মিস ইন্ডিয়ার মুকুট পরেন। আর তাকে এই মুকুট পরিয়ে দেন ২০১৭ সালের মিস ইন্ডিয়া এবং বিশ্বসুন্দরী মানসী চিল্লার।  

 

 

 

মিস ইন্ডিয়া হতে ১৯ বছর বয়সী অণুকৃতি পেছনে ফেলেন ৩০ জন প্রতিযোগীকে। এবারের আসরে বিচারকদের আসনে ছিলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, মালাইকা আরোরা, ববি দেওল, কুনাল কাপুর, এবং সাংবাদিক ফায়ে ডি সুজা।

 

 

সিঙ্গেল মাদারের লালন পালনে বেড়ে ওঠা অনুকৃতি খেতাব পাওয়ার পর নিজের মায়ের সম্পর্কে বলেন, ‘আমি আমার গোটা জীবনে তাঁর সংগ্রাম দেখতে দেখতে বড় হয়ে উঠেছি। তাঁর সংগ্রাম আমার স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করেছে। আমার সব ভুলের জন্য সবাই তাঁকে দোষ দিয়েছে তাই আমি চাই আমার অর্জনের জন্য সবাই তাঁকে প্রশংসা করুক। আমার মা অবশ্যই আমাকে নিয়ে এবং আমার অর্জন নিয়ে গর্ব করবেন।’

 

আরএসকে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ফ্রেঞ্চ ভাষায় বিএ স্নাতক পাস করেন অণুকৃতি। এরপর কাজ করেন অনুবাদক হিসেবে। এ ছাড়া নাচের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে ক্রীড়াবিদও ছিলেন তিনি। এ ছাড়া বাইকে চড়ার পাশাপাশি মডেলিংয়েও বেশ পটু অণুকৃতি।

 

 

নিজের মডেলিং সম্পর্কে অণুকৃতি বলেন, ‘মডেলিং সবসময় আমার মনে ছিল এবং আমি এজন্য কাজ করে গিয়েছি। আমার প্রতিটি কাজে আমি আমার ফিটনেসকে গুরুত্ব দিয়েছি এবং এটাই আমার সাফল্যের মূলমন্ত্র। সুপার মডেল হওয়ার আমার ইচ্ছে সত্যি হয়েছে এবং আমি এখনো এটা নিয়ে কাজ করে যাচ্ছি। ক্যামেরার সামনে কাজ করতে আমি পছন্দ করি এবং সম্মান করি যাঁরা ক্যামেরার পেছনে কাজ করেন। আমি যদি সুযোগ পাই তাহলে আমি অতুল কাসবেকারের (ভারতীয় ফ্যাশন ফটোগ্রাফার) সঙ্গে কাজ করতে চাইব।’

 

 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অনুকৃতি বলেন, ‘আমি আমাকে ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড হিসেবে দেখতে চাই এবং নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি মডেলিং শুরু করেছিলাম কারণ আমি এমন একটি প্ল্যাটফর্ম চাইছিলাম যেখানে আমি আমার পরিকল্পনা জানাতে পারব আমার কথাগুলো বলতে পারব।’

সর্বাধিক পঠিত