• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সমালোচনা ছাড়া কাজের ভুলগুলো বের করা সম্ভব নয়

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ডিসেম্বরে মাস আসতে না আসতেই মুক্তি পেয়েছে দুই ছবি। অপেক্ষায় আছে আরো কয়েকটি। যার মধ্যে রয়েছে মালেক আফসারী নির্মিত ‘অন্তর জ্বালা’। ছবিটি শুরু থেকেই বেশ আলোচনায় ছিল। যার কয়েকটি কারণের মধ্যে রয়েছে অনেকদিন পর পর্দায় মালেক আফসারীর চলচ্চিত্র।
 
অন্যদিকে জায়েদ খানের নতুন লুকও বেশ আলোচনায়। পাশাপাশি পরীমনি তো রয়েছেই। এরইমধ্যে ছবিটির ট্রেলর প্রশংসিত হয়েছে।  ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মালেক আফসারি পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

পরীমনি বলেন, ‘এই ছবিটি নিয়ে ছবির সংশ্লিষ্টসহ দর্শকরাও বেশ আশাবাদী। ছবিটি মুক্তির আগেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। ছবির গল্পের পাশাপাশি গানের বিষয়ে আমি মুগ্ধ। আর মালেক আফসারীর ছবিতে কাজ করাটা আমার ক্যারিয়ারের অনেক বড় একটি সুযোগ। এটি আমার ভাগ্য বলবো। সবাই অনুরোধ করবো হলে এসে ছবিটি দেখবেন। আমাদের বাংলা ছবি দেখুন। ভালো বা খারাপ প্রতিক্রিয়া দিন। কারণ সমালোচনা ছাড়া কাজের ভুলগুলো বের করা সম্ভব নয়। আর আমি সবসময় ভালো ভালো বাংলা ছবি নিয়ে আপনাদের সামনে আসতে চাই।’

সূত্রঃ ইত্তেফাক

সর্বাধিক পঠিত