মুক্তিযুদ্ধের নাটক ‘স্মৃতির বাড়ি’
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফরিদুর রেজা সাগরের গল্পে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘স্মৃতির বাড়ি’। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১২তম নাটক। এক ঘণ্টার এ নাটকের গল্পে দেখা যাবে- চারজন অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রতিবেশী হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ তাঁদের বাড়ির সামনের খোলা মাঠ তাঁরা বিক্রি করবেন না।
কিন্তু তাঁদের সন্তানরা পরবর্তী প্রজন্ম এককাট্টা হয় ওখানে বহুতল বিশিষ্ট এপার্টমেন্ট বানাবেন, সেই নিয়ে জটিলতা তৈরি হয়...। নাটকটি নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকের শুটিং হয়েছে গাজীপুরের দুর্গম এক এলাকায়।
তিনি জানান, এমন দুর্গম এলাকা ও ভাঙাচোরা রাস্তার অবস্থা দেখে সিনিয়র শিল্পীরা বললেন, মুক্তিযুদ্ধের গল্প সেজন্য যাচ্ছি। নয়তো এমন দুর্গম এলাকায় আমাদের যাওয়া অসম্ভব হতো। আমরা অনেক কষ্টে টিম নিয়ে শুটিং স্পটে যাই। সেই ক্ষেত্রে সিনিয়র শিল্পীরা আমাকে পুরো নাটকে সহযোগিতা করেছেন।
এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়া, ইরফান সাজ্জাদ, অর্ষা, একে আজাদ, তিনু করিম, ফরহাদ, মম আলী প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে।
কিন্তু তাঁদের সন্তানরা পরবর্তী প্রজন্ম এককাট্টা হয় ওখানে বহুতল বিশিষ্ট এপার্টমেন্ট বানাবেন, সেই নিয়ে জটিলতা তৈরি হয়...। নাটকটি নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকের শুটিং হয়েছে গাজীপুরের দুর্গম এক এলাকায়।
তিনি জানান, এমন দুর্গম এলাকা ও ভাঙাচোরা রাস্তার অবস্থা দেখে সিনিয়র শিল্পীরা বললেন, মুক্তিযুদ্ধের গল্প সেজন্য যাচ্ছি। নয়তো এমন দুর্গম এলাকায় আমাদের যাওয়া অসম্ভব হতো। আমরা অনেক কষ্টে টিম নিয়ে শুটিং স্পটে যাই। সেই ক্ষেত্রে সিনিয়র শিল্পীরা আমাকে পুরো নাটকে সহযোগিতা করেছেন।
এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়া, ইরফান সাজ্জাদ, অর্ষা, একে আজাদ, তিনু করিম, ফরহাদ, মম আলী প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে।
সূত্রঃ ইত্তেফাক