• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মিলার স্বামীর জামিন ফের নামঞ্জুর

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ২২:৫৩ | আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৩৮
বিনোদন ডেস্ক
প্রিন্ট

যৌতুকের দাবিতে কণ্ঠশিল্পী মিলা ইসলামকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিনের আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। চার দিনের হাজতবাসের পর সোমবার পুনরায় জামিন আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

 সানজারিরের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী শামীম আহাম্মদ। শুনানিতে তিনি বলেন, ‘মিলা ও সানজারি স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন। পারিবারিক কারণে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হতে পারে। মিলা জিদের বশে মামলাটি করেছেন।’ 

আইনজীবী বলেন, ‘সানজারি ইউএস বাংলা এয়ারলাইন্সে সিনিয়র পাইলট হিসেবে কর্মরত। হাজতে থাকায় দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট ব্যাহত হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। জামিন পেলে পলাতক হবেন না।’ 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। 

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আর অভিযোগ সুনির্দিষ্ট। তা ছাড়া মামলার তদন্ত চলছে। এ অবস্থায় তার জামিনে আপত্তি জানাচ্ছি।’ গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরদিন পুলিশ সানজারিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে সানজারিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।