• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কঙ্গনা ইস্যুতে হৃতিকের পাশে ফারহান

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ১২:৪৭
বিনোদন ডেস্ক
প্রিন্ট

বলিউডের সবচেয়ে চর্চিত বিতর্কে এবার মুখ খুললেন ফারহান আখতার। কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের ব্যক্তিগত সম্পর্কের কাটাছেঁড়ায় না গিয়ে সরাসরি রোববার ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন ফারহান। যে চিঠির প্রতিটি লাইনে হৃতিকের হয়ে জবাব দিচ্ছেন তিনি।

বলিউডের সবচেয়ে চর্চিত বিতর্কে এবার মুখ খুললেন ফারহান আখতার। কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের ব্যক্তিগত সম্পর্কের কাটাছেঁড়ায় না গিয়ে সরাসরি রোববার ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন ফারহান। যে চিঠির প্রতিটি লাইনে হৃতিকের হয়ে জবাব দিচ্ছেন তিনি।

ফারহান লেখেন, ‘... ফেস ভ্যালু(চেহারা) দিয়ে গল্পটা বিশ্বাস করা যায় না। তাহলে অপরপক্ষের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। ... সব কিছু দূরে সরিয়ে রেখে শুধু এটা ভাবুন এখন কোন বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে...’। ফারহানের দাবি, কঙ্গনার বেশিরভাগ অভিযোগ অত্যন্ত নিম্ন রুচির।

কঙ্গনার করা তিন হাজার ই-মেইল নিয়েও মন্তব্য করেছেন বলিউডের পরিচালক-অভিনেতা ফারহান। তিনি বলেছেন, ‘...কঙ্গনার বক্তব্য তার অ্যাকাউন্ট হ্যাক করে হৃতিক নিজেই নিজেকে হাজারের বেশি ই-মেইল করেছেন। যদি সাত বছর ধরে তারা একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যেই ছিলেন তাহলে এসবের কী প্রয়োজন?’

কয়েকদিন আগে কঙ্গনার লাগাতার অভিযোগের পর শেষ পর্যন্ত ফেসবুকে একটি আত্মপক্ষ সমর্থনকারী পোস্ট লিখেছিলেন হৃতিক। এরপরই ফের পাল্টা তোপ দেগেছিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি চান্দেল। হৃতিকের ফেসবুক পোস্টের দাবিকে উড়িয়ে টুইটারে সেদিনই তিনি হৃতিক-কঙ্গনার কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন। সেইসঙ্গে রাঙ্গোলির বিস্ফোরক মন্তব্য ছিল, ‘হৃতিকের কথা মতো মিডিয়ায় তুলে ধরা ছবি ছিল ফটোশপের কারসাজি। এই বার প্রমাণ করুক, এই ছবিগুলো আসল না নকল?’

এই ছবি প্রসঙ্গেও হৃতিকের হয়ে জবাব দিয়েছেন ফারহান। পোস্টে তিনি লিখেছেন, ‘...ওই ছবিটা বিকৃত করা হয়েছে।... আসল ছবিটি একটি পার্টিতে অনেক বন্ধুরা একসঙ্গে তুলেছিলেন। তার স্ত্রীও ছিলেন (এখন সাবেক-স্ত্রী)। কেন ইচ্ছে করে ছবিটা কাটা করা হলো?’

বলিউডের এই মুখরোচক গসিপ নিয়ে ফারহানের মন্তব্য, ‘অনেকেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শুধু একজন নারীকে বলতে দেওয়ার সুযোগ দিয়ে অনেকেই ভুল বুঝছেন। কিন্তু সেই বয়ানে একবারও ভাবা হয়নি এতে কারও পরিবার এবং সন্তানদের উপর কী প্রভাব পড়তে পারে। হয়তো সবটাই টিআরপির জন্য। এটা অত্যন্ত নিম্নরুচির।’ সে কারণেই হৃতিকের হয়ে এই খোলা চিঠিটি লিখেছেন ফারহান।