‘অর্জুনকে দেখলে ধর্ষক মনে হয়’
শিরোনামের ওই লাইনটি ইশিকা নামে এক ভারতীয় নারীর। সম্প্রতি যিনি জনপ্রিয় বলিউড অভিনেতা অর্জুন কাপুরের নাম উল্লেখ করে টুইট করেছেন যে, অর্জুনের চেহারা দেখলেই এক জন ধর্ষক মনে হয়।
চুপ থাকেননি অর্জুনও। টুইটটি দেখে তার জবাবও দিয়েছেন অভিনেতা। ইশিকার টুইটের জবাবে তিনি লিখেছেন, এর থেকে নিম্নমানের ট্রোলিং হয়েছে বলে তার জানা নেই। এক মহিলা নির্লজ্জভাবে, এতটা অবলীলায় ধর্ষক শব্দটা ব্যবহার করছেন। এটা স্রেফ ট্রোলিং নয়, এটা দুঃখজনক।
অর্জুনের এই টুইটের পরই যদিও ইশিকার টুইটার অ্যাকাউন্টটি পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনি ডিলিট করে দিয়েছেন তার অ্যাকাউন্ট।
টুইটারে এর আগেও ট্রোলিংয়ের শিকার হয়েছেন তারকারা। বডি শেমিং থেকে ছবির বিষয়- সবকিছুতেই খুঁত ধরে যা খুশি তাই সমালোচনা করা হয়েছে এষা গুপ্ত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়াদের। তাদের মধ্যে কেউ মুখ খুলেছেন, কেউ আবার বিষয়টাকে পাত্তাই দেননি। তবে অর্জুনের এই উত্তর নিঃসন্দেহে সমালোচকদের যোগ্য জবাব বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।