• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে নারী

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৯
বিনোদন ডেস্ক
প্রিন্ট

হলিউড অভিনেত্রী ব্রুক শিল্ডসকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। সেসময় অবশ্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না। তবে শীর্ষ ধনীদের একজন ছিলেন।

‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন’নামের একটি অনুষ্ঠানে ব্রুক জানান, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে তিনি না বলেছিলেন। ব্রুক শিল্ডস বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আমাকে ফোন করে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন।

ব্রুক আরো বলেন, ট্রাম্প আমাকে বলেছিলেন, আমরা একসঙ্গে থাকতে পারি। আমাদের কাছাকাছি দেখলে সবার ভালো লাগবে। তাকে জানালাম, আমার প্রেমিক আছে। এটা শুনে হতাশ হন তিনি।

১৯৯২ সালে এক চ্যারিটি অনুষ্ঠানে প্রথমবার ব্রুক শিল্ডস ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর পাঁচ বছর পর ‘সাডেনলি সুসান’টিভি সিরিজের সেটে আবার দেখা হয় তাদের।

ব্রুক শিল্ডসই প্রথম নন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন মেক্সিকান সুন্দরী সালমা হায়েক, মার্কিন মডেল-অভিনেত্রী ক্যান্ডিস বার্গেন ও এমা থম্পসন।

আশির দশকে হলিউডে ‘দ্য ব্লু লেগুন’(১৯৮০) ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান ব্রুক শিল্ডস। পরের বছর এই অভিনেত্রীর ‘এন্ডলেস লাভ’ ছবিটিও দর্শকপ্রিয়তা পায়। ব্যক্তিজীবনে তিনি টিভি অনুষ্ঠানের লেখক ক্রিস হেন্সির স্ত্রী। তাদের ঘরে আছে দুই মেয়ে।