• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কেমন হলো মিমের কলকাতা অভিযান?

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৬:১০
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট

শুরুতে শোনা গিয়েছিল সৃজিত মুখার্জির ‘ইয়েতি অভিযান’ যৌথভাবে প্রযোজনা করছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের সঙ্গে বাংলাদেশের তারকাদের মধ্যে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ফেরদৌস।

অবশ্য পরবর্তীতে শোনা যায়, জাজ বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে, সিনেমাটি সাফটা বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাবে বাংলাদেশে। ঘটনা যাই হোক, পশ্চিমবঙ্গে সিনেমাটি দারুণ ব্যবসা করলেও কোনো রিভিউতে আসেনি মিম বা ফেরদৌসের নাম। জানা যায়নি, দর্শক-সমালোচক তাদের কেমনভাবে গ্রহণ করেছেন। আপাতত জেনে নেওয়া যাক কত বাণিজ্য করেছে ‘ইয়েতি অভিযান।

সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়ার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এই সময় জানাচ্ছে, ‘ইয়েতি অভিযান’ প্রথম দিন থেকে দারুণ ব্যবসা করেছে৷ মানে প্রি-পুজোর মৌসুমেও৷ পুজোর পরও দর্শক দেখছে এই ছবি৷ অন্যান্য ছবির চেয়ে ব্যবসার অঙ্কে যে অনেকটাই এগিয়ে রয়েছে এই ছবি, তা নিয়ে কোনও সংশয়ও নেই৷

প্রযোজনা সংস্থা ‘এসভিএফ’-এর তরফে মহেন্দ্র সোনি বলেন, দর্শকদের মধ্যে যেভাবে সাড়া ফেলে দিয়েছে এই ছবি, তাতে আমরা খুশি৷ দু’সপ্তাহে ছবির কালেকশন ৪ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে, এমনটাই আশা৷ বাংলার যাবতীয় গোয়েন্দা ছবির মধ্যে কাকাবাবুই সর্বোচ্চ অঙ্কের ব্যবসা করেছে৷ সে কারণেই কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি তৈরি করতে চাই আমরা৷’ এ অঙ্কের সঙ্গে যোগ হবে সারা ভারত আর নেপালের কালেকশনও৷

পরিচালক সৃজিত বলেন, পুজো শুরুর আগেই যে অঙ্কের ব্যবসা করেছে এই ছবি, তা আগে কখনো হয়নি৷ ২২ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত বাকি চারটি ছবির কালেকশন যোগ করলে, সেই অঙ্ক ‘ইয়েতি অভিযান’-এর ব্যবসার সমান৷ টেলিভিশন রাইটস, ডিজিটাল রাইটস, বাংলাদেশ ডিসট্রিবিউশন রাইটস এবং ইনফিল্ম ব্র্যান্ডিং থেকে যে অঙ্ক এসেছে তাতে ‘ইয়েতি অভিযান’ দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই ব্রেক ইভেন করেছে৷

সর্বাধিক পঠিত