গুঁড়িয়ে দেওয়া হলো শাহরুখের অফিস ক্যান্টিন
বলিউড বাদশাহ শাহরুখ খানের রেড চিলিস অফিসের ২,০০০ স্কয়ার ফিটের ক্যান্টিন ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুবই মিউনিসিপ্যাল করপোরেশন বা বিএমসি।
এই অফিসটি গোরেগাঁওয়ের শহরতলি এলাকায় অবস্থিত। পশ্চিম গোরেগাঁওয়ের ডিএলএইচ ম্যাক্স বিল্ডিংয়ের চতুর্থ তলায় এই ভেঙে দেওয়ার পর্ব চলে।
কারণ এখানেই শাহরুখের প্রোডাকশন হাউসের ক্যান্টিনটি রয়েছে, যার নির্মাণ অবৈধ এবং এটি বিএমসির অনুমতি ছাড়াই তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, স্থানীয় ওয়ার্ডের কর্মকর্তাদের কাছে এই অবৈধ নির্মাণের খবর গেলে, সেই অভিযোগটি খতিয়ে দেখেন তারা। আর তারপরেই এটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার কিরণ আচারেকর সমগ্র বিষয়টি তত্ত্বাবধান করেন।
তবে রেড চিলিসের পক্ষ থেকে জানানো হয়, এই বিল্ডিংয়ের মালিক তারা নন, তারা ভাড়া নিয়েছেন। বিল্ডিংয়ের একটি খোলা অংশে অফিসের কর্মীদের বসার জায়গা রয়েছে, যেখানে তারা বাড়ি থেকে আনা খাবার বসে খান।