• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যেসব হলে ‘ঢাকা অ্যাটাক’

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ১৫:০৬
বিনোদন ডেস্ক
প্রিন্ট

দীর্ঘ দিন ধরেই আলোচনায় রয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি বলে দর্শকমনেও এর প্রতি আলাদা আগ্রহ কাজ করছে অনেক দিন থেকে। তাছাড়া ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের লুক, পোস্টার, টিজার, ট্রেলার ও গানের মাধ্যমে সেই আগ্রহের মাত্রা আরও বেড়েছে। কারণ সব কিছুতেই ছিলো চমক।

অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখেছে ‘ঢাকা অ্যাটাক’। আজ (৬ অক্টোবর) থেকে দেশব্যাপী ১২৫টি সিনেমা হলে চলছে দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটি। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তথ্য মন্ত্রী, ছবির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। দেখার পর ছবিটির ভূয়সী প্রশংসা করছেন সবাই।

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন, আফজাল হোসেন, হাসান ইমাম, আলমগীর প্রমুখ। পুলিশ কর্মকর্তা সানি সানোয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার কল্যাণ সমিতি। এছাড়া সহযোগী প্রযোজক হিসেবে আছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

এক নজরে জেনে নিন দেশের কোন কোন সিনেমা হলে চলছে ‘ঢাকা অ্যাটাক’-

ঢাকা অঞ্চল: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, মধুমিতা,  শ্যামলী, রাজমনি, চিত্রামহন, ফ্যান্টাসী(উত্তরা দিয়াবাড়ী), অভিসার, বি.জি.বি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, গীত, পুনম,

দেশের অন্যান্য অঞ্চল: নিউ গুলশান (জিঞ্জিরা), রানীমহল (ডেমরা), চাঁদ মহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়নগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), সেনা অডিটোরিয়াম (সাভার), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী),  মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), লিবার্র্টি (খুলনা), তিতাস (পটুয়াখালী), সাগরিকা (চালা), (মধুবন বগুড়া), মাধবী (মধুপুর), মালঞ্চ (টাঙ্গাইল), ছায়াবানী (ময়মনসিংহ) হীরামন (নেত্রকোনা), ফালগুনী (নগরপুর), সঙ্গীতা (খুলনা), মহোনা (কোনাবাড়ী), মহন (হবিগঞ্জ),  মধুমতি (ভৈরব), রাজ (কুলিয়ার চর), মানষী (কিশোরগঞ্জ),  কাকলী (শেরপুর), তামান্না (সৈয়দপুর), হ্যাপী (লক্ষীপুর),  গ্যারিশন (কুমিল্লা ক্যান্ট.), রুপালী (কুমিল্লা), পালকী (চান্দিনা), ডায়মন্ড (বোয়ালমারী), ঝংকার (পাঁচদোনা), (চলন্তিকা (গোপালদী), পান্না (মুক্তারপুর),  রুনা (চালাকচর), প্রতিভা (রাজৈর), বনলতা (ফরিদপুর), রাজিয়া (সদরপুর), আলিম (মাঠবাড়ীয়া), সাগর (কালিয়াকৈর)।

মডার্ন (দিনাজপুর), অবকাশ (ফুলবাড়ী),  রুমা (মুক্তাগাছা), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল),  লিলি (কুলাউড়া), ভাই ভাই (সখিপুর),  রাজমনি (বোরহান উদ্দিন), বৈশাখী (বাউফল), পূর্বাশা (মাগুরা),  বনানী (কুষ্টিয়া), চিত্রবানী (গোপালগঞ্জ),  সঙ্গীতা (সাতক্ষীরা), সাথী (পলাশবাড়ী), পৃথিবী (জয়পুর হাট), গৌরী (শাহজাদপুর), অন্তরা (মেলন্দ বাজার), ছবিঘর (ঝিনাইদহ), ছন্দা (হাসনাবাদ), চান্দনা (জয়দেবপুর),  ছন্দা (পটিয়া), মৌসুমী (পাকুনদিয়া), মমতাজ (সিরাজগঞ্জ), মুন (হোমনা), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), সানলাইট (কাঞ্চন), শাপলা (শ্রীপুর,), তাজ (গাইবান্ধা), হিরক (গোবিন্দগঞ্জ),  ঝর্ণা (দাউদকান্দী), ফরোজ মহল (পাগলা), শিকতা (ধুনট), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), পিক্স (সিরাজদিখাঁন), সাধনা (রাজবাড়ী), দিনান্ত (কেশরহাঠ), ছন্দা (কালিগঞ্জ), রাজু (ঈশ্বরদী), উল্লাস (বীরগঞ্জ), লাইট হাউস (পারুলিয়া), আলমডাঙ্গা টোকিজ (আলমডাঙ্গা), রংধনু (নজিপুর), আনন্দ (তানোর), মমতাজ মহল (নীলফামারী), অনামিকা (পিরোজপুর), জনতা (জ্বলঢাকা), সোনালী (ঘোরাঘাট), আয়না (আক্কেলপুর), সনি (ইসলামপুর),  নবীন (মানিকগঞ্জ), চাঁদনী (রানীশঙ্কর), মিলন (মাদারীপুর), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), শিল্পীমিলন (মধ্যনগর), দুলাল (ফেনী), ঝংকার (বকশীগঞ্জ), শ্যামলী (চৌধুরানী), প্রিয়া (গৌরীপুর), ছায়াবানী (নাটোর), অর্পনা (খোকসা)।

সর্বাধিক পঠিত