প্রধানমন্ত্রীর সমালোচনা, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দক্ষিণী ছবির অভিনেতা প্রকাশ রাজ। এক আইনজীবী মামলা দায়ের করেছেন তার বিরুদ্ধে। লখনৌ হাইকোর্টে ৭ অক্টোবর মামলাটির শুনানি হবে। খবর এবিপি আনন্দ’র।
কন্নড় সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা নিয়ে প্রধানমন্ত্রী মুখ না খোলায় তার সমালোচনা করেন ৫২ বছরের এই অভিনেতা। প্রধানমন্ত্রীর অবস্থান হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যারা গৌরী হত্যায় উল্লাস করছে, তাদের কয়েকজনকে প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় ফলো করেন। তিনি চোখ বুজে রয়েছেন এ ব্যাপারে।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ছাড়েননি প্রকাশ। তার অভিযোগ, আদিত্যনাথের কথাবার্তা শুনলে বোঝা যায় না, তিনি মুখ্যমন্ত্রী না পুরোহিত।
দক্ষিণী ছবির নামি অভিনেতা প্রকাশ রাজ ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে বেঙ্গালুরের প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ নিজের বাড়ির সামনেই খুন হন। বাইকে চড়ে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করেন।
গৌরী লঙ্কেশ খুন হওয়ার পর গোটা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। গৌরী কট্টরবাদীদের বিরুদ্ধে খুবই সরব ছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য অনেকে হিন্দুত্ববাদীদের দিকে আঙুল তোলেন। বিজেপি অবশ্য পাল্টা আঙুল তোলে কংগ্রেসের দিকে। কংগ্রেস শাসিত কর্নাটকের প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ড বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।