• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লাইভে এসে এভ্রিল সম্পর্কে যা বললেন মডেল পিয়া...

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:৪২
বিনোদন ডেস্ক
প্রিন্ট

শোবিজ অঙ্গন থেকে শুরু করে নেট দুনিয়া। সবখানেই এখন আলোচনার বিষয়বস্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও এই ইস্যুতে কথা বলছেন নানান মাধ্যমে। এই ইস্যু নিয়ে ফেসবুক লাইভে এসে সম্প্রতি কথা বললেন আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। 

লাইভে কথা বলতে এসে পিয়া প্রথমে এভ্রিলের বিয়ে গোপন করার বিষয়টি নিয়ে বলেন, ‘আসলে এটা নিয়ম নয়। তিনি তথ্য গোপন করে ভুল করেছেন। এটা নিয়ম ভঙ্গ হয়েছে। কারণ মিস ওয়ার্ল্ডের শর্ত অনুসারে এভ্রিল নিয়ম ভঙ্গটা করেছেন। তাই যেকোনো সিদ্ধান্তই হতে পারে।

দ্বিতীয় পয়েন্টে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আয়োজকদের সুনাম তুলে ধরে বলেন, ‘দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে কোনো সুন্দরী মিস ওয়ার্ল্ডের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এটা ছিল আমাদের দেশের জন্য গর্বের বিষয়। আমরা আবারও সুযোগ পেয়েছি।

তৃতীয় পয়েন্টে বলেছেন বিচারকরদের ভূমিকা নিয়ে, আসলে বিচারকরা এক ঘণ্টা কিংবা দুই ঘণ্টায় একজন সুন্দরী নির্বাচন করতে পারেন না। কারণ তারা শুধু তখনই তাদের দেখেছেন। এটা কিন্তু আয়োজক বা যারা প্রতিযোগীদের গ্রুমিং করিয়েছেন, দীর্ঘ মাস তাদের কথারও মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র বিচারকরা বিচার করবেন এটা আমি মনে করি না।

এছাড়া আরো মডেলিং বিষয়ক তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন লাইভে। পাঠক আপনিও চাইলে শুনে নিতে পারেন আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার ফেসবুকের ১১ মিনিটের লাইভের কথাগুলো।

বলে রাখা ভালো, বিশ্বের নানান দেশে র‌্যাম্পে হাঁটার কারিশমা দেখিয়ে পেয়েছেন আন্তর্জাতিক মডেল হবার খ্যাতি। তাই তো জান্নাতুল ফেরদৌস পিয়ার নামের আগে যুক্ত করতে হয় আন্তর্জাতিক শব্দটি। আন্তর্জাতিকভাবে শুধু র‌্যাম্পে হাঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বিশ্বের নামীদামী বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যাও হয়েছেন।  সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ভোগ’ ম্যাগাজিন। আন্তর্জাতিক মডেল হয়ে র‌্যাম্পের পাশাপাশি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কোরিয়ান ট্যুরিজম বোর্ড ও মডেল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা মডেলদের সঙ্গে পিয়াও রেড কার্পেটে হেঁটেছেন। সেখানে তিনিই একমাত্র রেড কার্পেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি তার মডেলিং জীবন নিয়ে এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দেশ অস্ট্রেলিয়ার জনপ্রিয় একটি টিভি অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’য় সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি।

সর্বাধিক পঠিত