‘প্রথমে মানুষ হওয়া এরপর ভালোবাসা ছড়ানো যাক’
দুর্গাপূজায় কেন 'মুখ' হয়ে উঠেছেন অভিনেত্রী নুসরাত জাহান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন তিনি।
বাদ যাননি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও। ভিন্ন ধর্মের হয়েও এদের দুর্গাপূজার অংশ হওয়া নিয়েই আপত্তি। যদিও তাতে মোটেই পাত্তা দেননি এরা। এবার একেবারে সোশ্যাল মিডিয়াতেই জবাব ছুঁড়ে দিলেন নুসরাত।
কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ট্রোলকে উপেক্ষা করে নুসরাত চুটিয়ে উপভোগ করেছেন দুর্গাপূজায়। আর চারপাঁচজন বাঙালির মতোই গা ভাসিয়েছেন পুজার আনন্দে। আর তারপর, এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মনুষত্ববোধ আর সম্প্রতীর মাহাত্য।
সোশ্যাল মিডিয়া পোস্টটিতে নুসরাত লেখেন, আমরা সবাই মানুষ, যতক্ষণ না পর্যন্ত জাতি ধর্ম আমাদের আলাদা করছে... সম্পত্তি, রাজনীতি আমাদের আলাদা করছে। মানুষ শিক্ষিত হয়েছে তবে মানুষ হয়নি.. যদি তুমি বল আমি ধর্ম মানি না .. আমি বিশ্বাস করি আমি মানুষ প্রথমে... কারণ মানুষ আগে, তাই প্রথমে মানুষ হওয়া যাক .. ভালোবাসা ছড়ানো যাক।