• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চলতি বছরের ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর বিশ্ববিদ্যালয়গুলোর অক্টোবরের মাঝামাঝি খোলার কথা থাকলে সেই তারিখ এগোতে পারে।
অন্যদিকে মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলো খুলবে ১৩ সেপ্টেম্বর।

সংক্রমণ পরিস্থিতি কমে যাওয়ায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে রোডম্যাপ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

শুরুতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, এ বছরের এসএসসি এবং আগামী বছরের এইচএসসির শিক্ষার্থীদের প্রতিদিন স্কুল-কলেজে নিয়ে আসা হবে। আর অন্য শ্রেণিগুলো সপ্তাহে একদিন আসবে।  

স্কুল-কলেজ খোলার রোডম্যাপ ঘোষণাকালে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ বেড়ে গেলে স্থানীয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।  

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।  

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কারণে কোথাও যদি আমরা কখনও মনে করি যে, সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা আছে, সেখানে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই সিদ্ধান্ত নেবো। কারণ কোনোভাবেই আমরা শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করবো না।

সর্বাধিক পঠিত