চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন অনুপস্থিত ১৬৩
জেলার কোথাও বহিষ্কার নেই
গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের ন্যায় চাঁদপুরের ৮টি উপজেলার ৭১টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রথমদিনের বাংলা পরীক্ষায় মোট ৩৫৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলাসহ সকল বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেয়ায় পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জেলার আটটি উপজেলার কোথাও কোনো ছাত্র-ছাত্রী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ৪৪টি কেন্দ্রে ২৭ হাজার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলো ৯৬ জন। দাখিল পরীক্ষার ১৭টি কেন্দ্রে ৭ হাজার ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অনুপস্থিত ছিলো ৬২ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ১০টি কেন্দ্রে ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। আর অনুপস্থিত ছিলো ৫ জন।
সব মিলিয়ে এবারে প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষায় মোট ১৬৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষার্থীদের অনুপস্থিতি তুলনামূলক এসএসসি পরীক্ষার্থীদের সংখ্যা বেশি।