• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খিলাবাজার স্কুলের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী

উপজেলা জুড়ে সড়কের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি উপস্থিত শিক্ষার্থী ও সুধী জনের উদ্দেশ্যে বলেন, খিলাবাজার স্কুলে কোনো ভবন ছিল না। এলাকায় কোনো রাস্তাও ছিল না। আমি দায়িত্ব নেয়ার পর সকল রাস্তাঘাট ও ভবন নির্মাণ করেছি। বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। আমি ঢাকাতে থাকলেও এলাকার জনগনের জন্য সবসময় কাজ করতে চেষ্টা করি। উপজেলা জুড়ে নতুন করে সড়কের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। আর কোনো উপজেলায় এমনটি নেই। তিনি আরো বলেন, নীতিমালার কারণে কলেজটি এমপিওভুক্তি করা সম্ভব হচ্ছে না। নীতিমালা তৈরি করেছেন কিছু আমলা। তাই জটিলতা তৈরি হয়েছে। আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। এ প্রতিষ্ঠান এমপিওভুক্তি হলে আমিই বেশি খুশি হবো।
তিনি আরো বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্যে আপনারা একটি কল্যাণ তহবিল গঠন করুন, এতে সবার আগে আমি সহায়তা করবো। তিনি বলেন, এখানে একটি পরীক্ষা কেন্দ্র হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ভালো হবে। আমি চেষ্টা করবো যাতে এখানে একটি পরীক্ষা কেন্দ্র করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।   
এরপর তিনি কেশরাঙ্গায় নির্মিত সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস ও পৌর ভূমি অফিস ভবনের শুভ উদ্বোধন করেন।

 

সর্বাধিক পঠিত