• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:১২ | আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষ লুৎফর রহমানের অপসারণের দাবিতে ক্যাম্পাসে একত্রিত হয়ে মিছিল করে।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ লুৎফর রহমান কনস্ট্রাকশন বিভাগের অবকাঠামো খাতের কাঁচামাল ব্যবহার করে ছাত্রদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাসাইকেল স্ট্যান্ড, গেস্ট রুম নির্মাণ করে। যার খরচের টাকা ভাউচার দিয়ে তুলে নিয়েছেন। প্রতিষ্ঠানের যাবতীয় ক্রয় তিনি এককভাবে কমিটি ছাড়া করে আসছেন। বিভিন্ন জাতীয়  দিবস পালনের সময় যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা তা এককভাবে নামমাত্র অনুষ্ঠান করে খরচ দেখিয়ে বাকি টাকা ভাউচার দিয়ে তুলে নেন। তাছাড়া তিনি জুলাই মাসে ৫০ দিনের ছুটি নিয়ে হজ্বব্রত পালন করতে সৌদি আরব যান। ওই সময় তিনি প্রতিষ্ঠানের পরীক্ষার ডিউটি দেখিয়ে ভাতা নেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। প্রতিষ্ঠানের চার দিকে লাইটিং বাবদ অধ্যক্ষ যে খরচ দেখিয়েছেন তা সঠিক নয়। তাই শিক্ষার্থীরা এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা সহ অধ্যক্ষের অপসারণ দাবি জানান। এ বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের মহাপরিচালক রওনক মাহমুদ বলেন, আমাদের কাছে এ ধরনের  কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এ বিষয়ে অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, ক্রয় সংক্রান্ত কমিটি আছে। কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই কেনা হয়নি।  ছাত্রদের  অভিযোগ  সঠিক নয়।

 

সর্বাধিক পঠিত