চাঁদপুরে প্রাথমিক ও ইবদেতদায়ী সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা
চাঁদপুরে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান বলেন, আগামী ১৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২৬ নভেম্বর এ পরীক্ষা শেষ হবে। এবার চাঁদপুর জেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ১শ’ ৫৬টি কেন্দ্রে ৫২ হাজার ৪শ’ ৭৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রাথমিক সমাপনী কেন্দ্র ৮১টি, ইবতেদায়ী সমাপনী কেন্দ্র ১৯টি, যৌথ কেন্দ্র ৫৬টি। তিনি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইউসুফ, ইন্সপেক্টর (ডিবি) এমএ রউফ খান।
উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ ইকবাল মনসুর, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বেলায়েত হোসেন, ওসমানিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তাজুল ইসলাম, বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিন প্রমুখ।