• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ২৭৪ স্কুল ভবন জরাজীর্ণ

ঝুঁকি নিয়ে চলে ক্লাস-পরীক্ষা, দুশ্চিন্তায় থাকেন অভিভাবক

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৯, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও পরিত্যক্ত। এ সব ভবনে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস-পরীক্ষা। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। জেলায় মোট ১১৫৬টি প্রাথমিক স্কুলে পড়ালেখা করছে তিন লাখ ৫০ হাজার ৫৫৮ শিক্ষার্থী। জানা যায়, চাঁদপুরের আট উপজেলায় জরাজীর্ণ ও ঝঁকিপূর্ণ ২৭৪টি স্কুল ভবনের কোনোটিতে দেয়ালে ও ছাদে ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। কোনটি আবার সেমিপাকা হওয়ায় ভেঙে গেছে টিনের চালা। এরপরও ঝুঁকি নিয়েই চলছে এ সব স্কুলের অর্ধলক্ষাধিক শিশুর শিক্ষা কার্যক্রম। ভবন জরাজীর্ণ হওয়ায় সামান্য বৃষ্টিতেই বই-খাতা নিয়ে ভিজতে হয় শিক্ষার্থীদের। প্রায়ই আকাশে মেঘ দেখলে ছুটি হয়ে যায় স্কুল। ফলে জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ বিদ্যালয় ভবনের চাঁদপুর সদর উপজেলায় ২৯, কচুয়ায় ২৬, হাজীগঞ্জে ৪৩, হাইমচরে ৪, শাহরাস্তিতে ২৮, ফরিদগঞ্জে ৮০, মতলব দক্ষিণে ২৭ ও মতলব উত্তরে রয়েছে ৩৭টি। জরাজীর্ণ স্কুলের মধ্যে একটি দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার প্রধান শিক্ষক সফিকুর রহমান বলেন, তার স্কুলের ভবনটি জরাজীর্ণ হলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করেনি। বাধ্য হয়ে ক্লাস চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়নি। আরও অনেক স্কুল ভবনের এমন দশা বলে জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন জানান, গত বছর প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে। এরপর কিছু বিদ্যালয়ের উন্নয়ন কাজ হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

 

সর্বাধিক পঠিত