কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তন
কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের নামে প্রতিষ্ঠিত ‘আ.ন.ম এহসানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে এখন ‘চাঙ্গিনী নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের পরিদর্শক মোঃ কামরুজ্জমান স্মাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৩.৪০.০৪৫.১২ (অংশ)-৩২৬, তারিখ : ০১/০৯/২০১৯।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা যুবলীগের সহ-সম্পাদক অ্যাডঃ এমএ ইউসুফ পাটোয়ারী বলেন, জোট সরকারের আমলে ২০০৫ সালে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন তাঁর নিজ নামে বিদ্যালয়টি স্থাপন করেন। ওই সময় তিনি বোর্ডের বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করেননি। নিয়মানুসারে কোনো ব্যক্তির নামে বিদ্যালয় করতে চাইলে যে পরিমাণ অর্থ বিদ্যালয়ের তহবিলে রাখতে হয় তিনি তা রাখেননি। পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘চাঙ্গিনী নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে নামকরণ করে।