• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ অধ্যাপকের বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও দেশবরেণ্য স্থপতি অধ্যাপক মোঃ খায়রুল এনাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহাবুব উল হক এবং জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. হারুন অর রশিদ ‘বাংলাদেশ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছেন। স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস, সিএমও এশিয়া এবং সিএমও কাউন্সিল যৌথভাবে এ তিন শিক্ষককে ‘শ্রেষ্ঠ অধ্যাপক’ সম্মাননায় ভূষিত করে। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর হোটেল শেরাটনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য, গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে নেতৃত্বদানের জন্যে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস, সিএমও এশিয়া এবং সিএমও কাউন্সিল এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। প্রতিষ্ঠান দুটি শুধু আধুনিক ও প্রচলিত জ্ঞান নিয়েই নিরীক্ষা করে না বরং শিক্ষা কীভাবে মানসিক ও পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করে সেসব নিয়েও কাজ করে।

 

সর্বাধিক পঠিত