• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান

ভালভাবে লেখাপড়া করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে প্রস্তুত হতে হবে : প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

প্রকাশ:  ০৭ জুলাই ২০১৯, ০৯:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ার রহিমানগরে অবস্থিত শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে কলেজ প্রাঙ্গণে নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি কাজে বিশ্বাসী মানুষ, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। যথা সময়ে শিক্ষা কার্যক্রম শেষ করতে আমরা বছরের শুরুতেই পাঠ পরিকল্পনা গ্রহণ করেছি। ভালভাবে পড়ালেখা করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে প্রস্তুত  হতে হবে। তিনি আরো বলেন, কলেজ সরকারিকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপ্রধানে নবীন-বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন ভূঁইয়া, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন, কলেজ গভর্নিং বডির সদস্য সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মোঃ আমির হোসেন, প্রভাষক খোন্দকার মোকারম হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা মাহবুবে রাব্বি মানিক, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শুভজিৎ দাস, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন, একাদশ শ্রেণির শিক্ষার্থী পপি আক্তার প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একইদিনে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ নবীন-বরণ অনুষ্ঠান শেষে  কলেজ গভর্নিং বডির সভায় যোগদান করেন।

সর্বাধিক পঠিত