• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় শিক্ষা বিষয়ক সেমিনার

মাস্টার্স ২য় ব্যাচের ও মোহাদ্দেছের বিদায় অনুষ্ঠান

প্রকাশ:  ৩০ জুন ২০১৯, ০৯:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাস্টার্স ২য় ব্যাচের বিদায় ও সদ্য সাবেক মোহাদ্দিছ মাওঃ মোঃ জহিরুল ইসলামের বিদায় উপলক্ষে ‘সত্যিকার ওয়ারিশে নবীর বৈশিষ্ট্য ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাদ্রাসার তৃতীয় তলায় অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ। প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন প্রফেসর মোহাম্মদ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওঃ আবদুর রশিদ ও ঢাকা ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক মুহাম্মদ জাহেদ উল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা ও হেড মোহাদ্দেছ মাওঃ মমিনুল ইসলাম খান। উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিংবডির সদস্য শফিকুল ইসলাম পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। এছাড়া বিদায়ী সাবেক মুহাদ্দিছ মাওঃ মোঃ জহিরুল ইসলামও বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা ইসলামের সঠিক চর্চা এবং নবীর আদর্শ অনুসরণ করলে তারা নিজেরাই একজন ভালো আলেম হিসেবে সমাজ হিতৈষী কাজে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হবেন। একজন ইমাম জুমার নামাজের খুতবায় যেভাবে মানুষকে সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক বিরোধী, মাদক বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী কথা বুঝাতে সক্ষম হন, তা অন্য কারো পক্ষে কষ্টকর। তাই শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণ করা উচিত এবং একই সাথে শিক্ষকদেরও তাদের শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করানো কর্তব্য।

 

সর্বাধিক পঠিত