ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষার্থী সংলাপ’ শীর্ষক সেমিনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গতকাল ২০ জুন বৃহস্পতিবার ‘উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষার্থী সংলাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আলিমুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, উগ্র সন্ত্রাসবাদ ব্যধির মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তরুণরা এই ব্যধিতে বেশি আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্যে সবাইকে সচেতন হতে হবে। এজন্যে তরুণ প্রজন্মের মধ্যে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, প্রশ্নের মাধ্যমেই জানা যায়, কোন্টি ভালো, কোন্টি মন্দ। বিনা প্রশ্নে সবকিছু মেনে নেয়া সুস্থতার লক্ষণ নয়। এতে মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের কী করছি, কেনো করছি এই প্রশ্ন সবসময় করার আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আলিমুজ্জামান বলেন, আধুনিক এই যুগে প্রযুক্তিকে ব্যবহার করে নানা উগ্রতা ও সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে উগ্রতা ছড়ানোর কাজে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মোঃ আলিমুজ্জামান আরো বলেন, দেশকে নিরাপদ রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এজন্যে যার যার অবস্থান থেকে সন্ত্রাসবাদ মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বেশি বেশি সংযুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আলিমুজ্জামান।